আজাবের কারণে যখন আর্তনাদ করবে তখন আল্লাহ বলবেন *আমার আয়াতসমূহ* কোন *ব্যক্তির হাদিসের কথা* আল্লাহ বলেন নি !! Al-Mu'minun 23:66 قَدْ كَانَتْ *ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ* فَكُنتُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ *تَنكِصُونَ* *আমার আয়াতসমূহ* তোমাদের সামনে অবশ্যই তিলাওয়াত করা হত, তারপর তোমরা তোমাদের পেছন ফিরে চলে যেতে |
সত্য কথা বলে আল্লাহর কিতাব এর বাইরে *অনেক আমল রয়েছে* যা *তারা করছে তারাই বিভ্রান্ত* Al-Mu'minun 23:63 بَلْ قُلُوبُهُمْ فِى غَمْرَةٍ مِّنْ هَٰذَا وَلَهُمْ أَعْمَٰلٌ مِّن دُونِ ذَٰلِكَ هُمْ لَهَا عَٰمِلُونَ বরং তাদের অন্তরসমূহ এ বিষয়ে *বিভ্রান্তিতে* রয়েছে। এছাড়া তাদের আরও *আনেক আমল রয়েছে* যা *তারা করছে*।
দানের সময় হৃদয় হতে হবে ভীত কম্পিত নহে গর্বিত! Al-Mu'minun 23:60 وَٱلَّذِينَ يُؤْتُونَ مَآ ءَاتَوا۟ وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَٰجِعُونَ আর যারা *যা দান করে তা ভীত-কম্পিত হৃদয়ে করে* থাকে এজন্য যে, তারা *তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল*।
Al-Mu'minun 23:62 وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَاۖ وَلَدَيْنَا كِتَٰبٌ يَنطِقُ بِٱلْحَقِّۚ وَهُمْ لَا يُظْلَمُونَ আর আমি কাউকে তার সাধ্যের বাইরে কোন দায়িত্ব দেই না। *আমার নিকট আছে এমন কিতাব যা সত্য কথা বলে* এবং তারা অত্যাচারিত হবে না।
উম্মার মধ্যে বিভক্তকারী 23:53,54 প্রতিটি দল উল্লাসিত কিন্তু তারা গুমরাহী এর মধ্যে আছে
উম্মতে মুহাম্মদী বা কোন নবী রাসুলের নামে উম্মতের নামকরণ কোরআন এর আয়াত বিরোধী !!! সকল উম্মাহ একই উম্মাহ!!! Al-Mu'minun 23:52 وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمْ أُمَّةً وَٰحِدَةً وَأَنَا۠ رَبُّكُمْ فَٱتَّقُونِ এবং *অবশ্যই তোমাদের এই উম্মাহ* তো *একই উম্মাহ। আর *আমি তোমাদের রব, অতএব তোমরা *আমাকে ভয়* কর।
Al-Mu'minun 23:51 يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُوا۟ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعْمَلُوا۟ صَٰلِحًاۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ‘হে *রাসূলগণ* তোমরা পবিত্র ও *ভাল বস্ত্ত থেকে খাও* এবং সৎকর্ম কর। নিশ্চয় *তোমরা যা কর সে সর্ম্পকে আমি সম্যক জ্ঞাত*।
মানুষের মধ্য থেকে তারা মূলত বিদ্রোহী শয়তানের অনুসরণ করে যারা আল্লাহ সম্পর্কে তর্ক করেAl-Hajj 22:3 وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَٰنٍ مَّرِيدٍ মানুষের মধ্যে কতক *আল্লাহ সম্পর্কে তর্ক-বিতর্ক করে না জেনে* এবং সে *অনুসরণ করে* প্রত্যেক *বিদ্রোহী শয়তানের*।
পথ নির্দেশ করার জন্য আল্লাহ সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন 22:16
পবিত্র বাণীর পথ নির্দেশ - প্রশংসিত আল্লাহর পথ
Al-Hajj 22:67 *لِّكُلِّ *أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا هُمْ نَاسِكُوهُۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِى ٱلْأَمْرِۚ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَۖ إِنَّكَ لَعَلَىٰ هُدًى مُّسْتَقِيمٍ *আমি প্রত্যেক জাতির জন্য ইবাদাতের নিয়ম-কানুন নির্ধারণ করে দিয়েছি* তারা যার অনুসরণকারী। সুতরাং তারা যেন তোমার সাথে এ ব্যাপারে কোন বিতর্ক করতে না পারে। আর তুমি তোমার রবের দিকে আহবান কর। নিশ্চয় তুমি সরল পথেই রয়েছ। get
Al-Kahf 18:24 إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَىٰٓ أَن يَهْدِيَنِ رَبِّى لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدًا তবে ‘আল্লাহ যদি চান'। আর *যখন ভুলে* যাও, তখন তুমি তোমার রবের যিকির কর এবং বল, *আশা করি, আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়াত দেবেন*।
সালাত সিয়াম পালনের বিধান কোরআনের আলোকে
আয়াত বলার পরেও যারা মানে না তাদের সম্পর্কে কোরআন কি বলে
ছয় ওয়াক্ত সালাতের বর্ণনা কোরআন থেকে
আগে কিতাব পড়তে হবে তারপর ঈমান আনতে হবে তারপর আমল করতে হবে
Vedio: https://youtu.be/aC8EGPzqkrY
হিকমা দ্বারা আল্লাহ কোন হাদীসকে বুঝিয়েছেন
Quranic Zakat Bonam Had noiths er Zakat!!!
জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ
সূরা আন নূর 24আয়াত নম্বর 11 থেকে 26
Song,Music,Playing Game, according to Quran