Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

Follow Radio D | জার্মান শিখুন | Deutsche Welle
Share on
Copy link to clipboard

পাউলা ও ফিলিপ জার্মানির রহস্যজনক ঘটনা অনুসন্ধান করছে। তাদের সঙ্গে জার্মানির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করুন এবং সেই সাথে জার্মান শিখুন! এই কোর্স বিশেষভাবে আপনার জার্মান ভাষা শুনে বোঝার ক্ষমতা বৃদ্ধি করবে।

DW.COM | Deutsche Welle


    • Oct 21, 2009 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 15m AVG DURATION
    • 26 EPISODES


    More podcasts from DW.COM | Deutsche Welle

    Search for episodes from Radio D | জার্মান শিখুন | Deutsche Welle with a specific topic:

    Latest episodes from Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

    পাঠ ২৬ – আইহানের বিদায় সম্বর্ধনা

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    রেডিও ডি’র অফিসে দু: খের এক খবর৷ আইহান বিদায় জানাচ্ছে৷ ও চলে যাচ্ছে তুরস্কে৷ যদিও সহকর্মীরা ওকে না জানিয়ে একটা ফেয়ারওয়েল পার্টির ব্যবস্থা করেছে তা সত্ত্বেও ফুর্তির মেজাজ আসছে না৷ পাউলা সকালে অফিসে এসে ঢুকল একেবারে পার্টির আয়োজনের মধ্যে৷ কিন্তু পার্টির উপলক্ষটা ওর একেবারেই ভাল লাগছে না৷ আইহান রেডিও ডি’র কাজ ছেড়ে দিচ্ছে তুরস্কে গিয়ে ওর বাবাকে সাহায্য করার জন্য৷ বিদায় উপলক্ষে ভাষণ দেওয়া হচ্ছে৷ রয়েছে আইহানের জন্য একটা উপহারও, যে উপহার ওর বান্ধবী অয়লালিয়ার কথা মনে করিয়ে দেবে৷ ফেয়ারওয়েল পার্টির সম্মানার্থে আমাদের অধ্যাপক আজ আর ব্যাকরণ নিয়ে বেশি কিছু বলবেন না৷ শুধু কিছু সমাসবদ্ধ বিশেষ্যের কথা একটু বলবেন৷

    পাঠ ২৫ – জাহাজগুলোকে অভ্যর্থনা

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    সাংবাদিকরা চেষ্টা করছে "getürkt" কথাটার গভীরে যেতে৷ এবং তার জন্য তারা গেছে ভিন্ন ধরণের এক বন্দরে যেখানে প্রতিটি জাহাজকে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয়৷ Willkomm-Höft বন্দরে সব জাহাজকে – যে দেশের পতাকা জাহাজে উড়ছে সেই অনুযায়ী তাদের জাতীয় সংগীত বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়৷ পাউলা আর ফিলিপ তাদের বেতার নাটকে এই ঐতিহ্যের উৎস সন্ধান করছে৷ "getürkt" কথাটারও একটা সম্ভাব্য ব্যাখ্যাও এর সঙ্গে জড়িত৷ আইহান বার্লিনের অফিসে বসে পেঁচা সম্পর্কে লেখা একটা বই পড়ে সময় কাটাচ্ছে৷ অয়লালিয়া যেহেতু পড়তে পারে না আইহান তাকে পড়ে শোনাচ্ছে৷আজকের কাহিনিতেও ক্রিয়ার উপসর্গ নিয়ে আলোচনা হবে৷ উপসর্গের সাহায্যে কীভাবে ক্রিয়ার অর্থ বদলে যায়?

    পাঠ ২৪ – সম্পাদকের ডেস্ক

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    পেঁচা অয়লালিয়া পাউলা আর ফিলিপকে ঠিক পথে নিয়ে যেতে সাহায্য করছে৷ ওরা আবিষ্কার করল যে এই ঘটনায় সংবাদপত্র Hamburger Zeitung-এর হাত আছে৷ আর ফিলিপের একটা মন্তব্যে পাউলা খুব রেগে গেল৷ পাউলা, ফিলিপ আর অয়লালিয়া আবিষ্কার করল যে HAMBURGER ZEITUNG পত্রিকা বন্দর অববাহিকায় হাঙর দেখার গল্পটা বানিয়েছে যাতে তাদের কাগজ বেশি বিক্রি হয়৷ পরে বিশেষ একটি শব্দের ব্যবহার নিয়ে পাউলা আর ফিলিপের মধ্যে ঝগড়া বাধে৷ ফিলিপ আশা করছে, Willkömm-Höft বন্দরে পাউলাকে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানালে হয়ত ওর রাগ কমবে৷ ফিলিপ যদি ওর শব্দচয়নের ব্যাপারে আর একটু বেশি মনোযোগ দিত তাহলে হয়ত পাউলা ওর ওপর রাগ করত না৷ ক্রিয়ার উপসর্গের ক্ষেত্রেও অর্থের সূক্ষ তারতম্য ঘটে৷ কোনও কোনও উপসর্গ ক্রিয়ার অর্থ সুনির্দিষ্ট করে৷ খেয়াল রাখতে হবে যে সমাপিকা ক্রিয়ায় কোনও কোনও উপসর্গ ক্রিয়ার থেকে বিচ্ছিন্ন৷

    will k radio d sich erinnern jemanden um etwas bitten jemanden loben etwas vorschlagen etwas vereinbaren hamburger zeitung
    পাঠ ২৩ – হাঙরের পাখনা

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    পাউলা আর ফিলিপ হাঙরের রহস্যটা ভেদ করল এবং সেটা করতে গিয়ে আর একটা জোচ্চুরির ঘটনা ফাঁস হয়ে গেল৷ এই নাটকের যে কি প্রয়োজন ছিল সেটা ওরা প্রথমে বুঝতে পারে নি৷ পেঁচা অয়লালিয়ার কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পাওয়া গেছে৷ নিখোঁজ সার্ফার-এর খোঁজ করতে গিয়ে পাউলা আর ফিলিপ এক ডুবুরির দেখা পায় এবং তাতে হাঙরের রহস্য উন্মোচনের একটা সূত্র পায়৷ ডুবুরির পিঠে হাঙরের মত পাখনা৷ সেটাই অর্ধেক হামবুর্গবাসীকে ভয় পাইয়ে দিয়েছে৷ কিন্তু এটা করার কারণ কি? অয়লালিয়া ইতিমধ্যে হামবুর্গে চলে এসেছে৷ ও এ ব্যাপারে সাহায্য করতে পারবে৷একটা কিছু ও আবিষ্কারও করেছে৷ অয়লালিয়া যে সূত্রটি পেয়েছে তাতে পাউলা আর ফিলিপের সাহায্য হবে৷ পুরাঘটিত কাল সম্পর্কে বলারও এটা এক দারুণ সুযোগ৷ ক্রিয়ার কালবোধক কৃদন্ত রূপ -এর দিকে বিশেষ মনোযোগ দিন৷

    nachfragen radio d verpflichtung mitteilen etwas + adjektiv
    পাঠ ২২ – নিখোঁজ সার্ফার

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    ফিলিপ আর পাউলা হাঙরের চিহ্ণ খুঁজে বার করতে গিয়ে এক অদ্ভুত ঘটনা আবিষ্কার করে: বন্দরের অববাহিকায় সার্ফার ছাড়া একটা সার্ফবোর্ড৷ তাছাড়া খবরের কাগজের একটা বিভ্রান্তিকর প্রবন্ধও তাদের কৌতূহল উদ্রেক করে৷ লোকজনের ভিড়ের একটু বাইরে গিয়ে দুই সাংবাদিক তদন্ত করে দেখছে হাঙরের ঘটনাটা আসলে কি৷ তারা যখন একটা ভাঙা সার্ফবোর্ড দেখতে পেল তখন সাঙ্ঘাতিক কোনও দুর্ঘটনার কথা ভেবে ভয় পেল৷ তারপর তারা হামবুর্গের এক খবরের কাগজে হাঙরের একটা ছবি দেখতে পেল৷ দুই সাংবাদিক সহকর্মী লাউরা আর পাউল-এর চোখে মুখে ভয়ের ছাপ৷ এই সবকিছুর মাঝে সংযোগটা কোথায়? আজকের কাহিনি থেকে আমরা সর্বনাম "sie" এবং "er" শিখব৷ এই সর্বনাম দুটি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আর্টিকেলের মতই - যা আমরা গত অনুষ্ঠানে দেখেছি – বিশেষ্যের স্থানে বসে৷

    radio d etwas behaupten schlussfolgerungen ziehen
    পাঠ ২১ – হামবুর্গে এক হাঙর

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    রেডিও ডি’র অফিসে তাপমাত্রা যখন অসহ্য হয়ে উঠেছে ঠিক সেই সময় পাউলা আর ফিলিপকে একটা রিপোর্টিং-এর জন্য সমুদ্রের ধারে যেতে হচ্ছে৷ তারা খুব খুশি৷ হামবুর্গের বন্দর অববাহিকায় একটা হাঙর দেখা গেছে৷ পাউলা, ফিলিপ আর আইহানকে কাজ করতে হচ্ছে খুব কষ্ট করে৷ অফিসের ভিতরে অসহ্য গরম৷ পাখা মাত্র একটা৷ পাউলা ভাবছে, যদি সে সমুদ্রের ধারে যেতে পারত৷ সৌভাগ্যবশত কম্পিউ তার এই ইচ্ছা পূরণ করে৷ দুই সাংবাদিক পাউলা আর ফিলিপকে এখন হামবুর্গ যেতে হবে৷ বন্দরের কাছে নাকি একটা হাঙর দেখা গেছে৷ হাঙর দেখতে এত ভিড় হয়েছে যে পাউলা আর ফিলিপ ভিড় ঠেলে যেতে পারছে না৷ অধ্যাপকের জন্যও কাজ কাজ কঠিন হয়ে উঠছে৷ পুংলিঙ্গ আর্টিকেলের কর্মকারকের বিভক্তি তিনি আজ বোঝাবেন৷ নঞর্থক শব্দ "kein" – এর বিভক্তিও একই রকমের৷

    radio d nachfragen und reagieren eine bitte abschlagen
    পাঠ ২০ – শ্রোতাদের মতামত

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    পাউলা আর ফিলিপ শ্রোতাদের মতামত জিজ্ঞেস করছে৷ আজকের অনুষ্ঠানের বিষয় – "মিথ্যে বলাটা কি পাপ?" শস্যখেতের মেকি বৃত্তগুলো এবং কৃষকদের আচরণ সম্পর্কে শ্রোতাবন্ধুরা তাঁদের মতামত জানাতে পারবেন৷ কৃষকদের এই জোচ্চুরি কি তিরস্কারযোগ্য নাকি পর্যটকরা যে এসব বিশ্বাস করেছে সেটা তাদের নিজেদেরই দোষ? এ ব্যাপারে শ্রোতাদের উত্তর দ্ব্যর্থহীন৷ শ্রোতাদের যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর শুধু "হ্যাঁ" বা "না" হতে পারে৷ কিন্তু আমাদের অধ্যাপক এমন প্রশ্ন করছেন যার সম্ভাব্য উত্তর তিনটি৷ জার্মান বিশেষ্যর তিনটি লিঙ্গ: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ৷ আজকের অনুষ্ঠানে সেটাই বোঝানো হবে আর্টিকেল "der", "die" আর "das" দিয়ে৷

    পাঠ ১৯ – রহস্যের গভীরে যাওয়া

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    শস্যখেতের বৃত্তগুলি যদিও কৃষকদেরই তৈরি অয়লালিয়া এ কথাও বিশ্বাস করে যে উফো বলে কিছু আছে৷ এই প্রতারণার ব্যাপারে আরও তদন্ত করার জন্য ফিলিপ আর পাউলা একটা পানশালায় ঢুকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে৷ শস্যক্ষেত্রে বৃত্ত – এই রহস্যের সমাধান করলেও পাউলা আর ফিলিপ এ ব্যাপারে এখনও নিশ্চিত নয় যে উফো বলে কিছু আছে কি নেই৷ আর উফো কথাটার মানেই বা কি? অয়লালিয়া জোর দিয়ে বলছে যে ও একবার উফো দেখেছে৷ গ্রামের পানশালায় পাউলা আর ফিলিপ গ্রামবাসীদের জিজ্ঞেস করছে শস্যখেতের এই মেকি বৃত্তগুলো সম্বন্ধে তারা কি মনে করে৷ পানশালায় গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা অতীত কাল বোঝাবার একটা ভাল সুয়োগ৷ বিশেষ করে অনিয়মিত ক্রিয়া "sein" (হওয়া) দিয়ে৷ কাল ও প্রকারগত নানা সূক্ষতা নির্দেশক ক্রিয়া "können" (পারা) সম্বন্ধেও আবার বলা হবে৷ ধাতুরূপে স্বরবর্ণের পরিবর্তনের দিকে বিশেষ মনোযোগ দেবেন৷

    nachfragen radio d meinungen klassifizieren
    পাঠ ১৮ – রাতের তদন্ত

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    পাউলা আর ফিলিপ শস্যখেতের সেই বৃত্তের রহস্য ভেদ করতে চায়৷ রাতের বেলা সেখানে গিয়ে তদন্ত করতে চায়৷ তারা যা আবিষ্কার করল তা থেকে প্রমাণ হয় না যে এটা পৃথিবীর বাইরের কারোর কাজ৷ শস্যখেতের মালিক রহস্যজনক বৃত্তগুলির ছবি তোলার জন্য পাঁচ ইউরো করে নিচ্ছে৷ ইতিমধ্যে পাউলা আর ফিলিপ রাতের বেলা জঙ্গলে থাকার ব্যবস্থা করেছে৷ খেতের ওপর নজর তাদের৷ উফো অর্থাৎ আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দেখার অপেক্ষা করছে তারা৷ কিন্তু তার পরিবর্তে দুজন একটা যন্ত্র নিয়ে সেখানে উপস্থিত৷ পর্যটকদের আকর্ষণ করার জন্য তারাই কি খেতের মাঝে বৃত্ত তৈরি করেছে? শেষ পর্যন্ত সত্যিই একটা উফো এল এবং তার ফলে দেখা দিল এক বিভ্রান্তিকর অবস্থা৷ শস্যক্ষেত্রের ঘটনা নিয়ে বিভ্রান্তির চেয়ে কম বিভ্রান্তিকর অবশ্য ক্রিয়াপদ "machen"৷ এই ক্রিয়াপদটি বহুমুখী৷ এর দ্বারা অনেক কিছু প্রকাশ করা যায়৷ আমাদের অধ্যাপক এই শব্দটির ব্যবহারের নানা রকম সম্ভাবনার কথা বলবেন৷

    পাঠ ১৭ – শস্যখেতে বৃত্ত

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    শস্যক্ষেতে রহস্যজনক এক বৃত্ত দেখতে পাওয়া যায়৷ পাউলা আর ফিলিপ গেল তদন্ত করতে৷ এখানে কি কোন উফো নেমেছিল নাকি কেউ মজা করে এখানে লোকজনের ভিড় নামাতে চায়? আইহান যখন রেডিও ডি’র অফিসে এল পাউলা আর ফিলিপ তখন রিপোর্ট করতে বেরিয়ে গেছে৷ এক শস্যখেতে রহস্যজনক বৃত্ত আবিষ্কৃত হয়েছে৷ কেউ বলতে পারছে না কিভাবে এই বৃত্তগুলো সেখানে এলো৷ আমাদের দুই সাংবাদিকের মত অনেক ট্যুরিস্টও এই অস্বাভাবিক আকর্ষণীয় জিনিসটি দেখার জন্য সেখানে জড়ো হয়েছেন৷ আর ঐ গ্রামের বাসিন্দারা রহস্যজনক এই ঘটনা থেকে কি করে লাভবান হওয়া যায় তার উপায় বার করে ফেলে৷ এই হাঙ্গামার মধ্যে নানা রকমের স্বার্থ নিয়ে হাজির হয় বহু মানুষ৷ ট্যুরিস্টরা তাদের কৌতূহল নিবৃত্ত করতে চায়, সাংবাদিকরা চায় এই রহস্যের সমাধান করতে৷ আর কৃষকরা চায় অর্থ উপার্জন করতে৷ আজকের অনুষ্ঠানে কাল ও প্রকারগত নান সূক্ষ্মতা নির্দেশক ক্রিয়া wollen সম্পর্কে আপনারা বিশদ জানতে পারবেন৷

    পাঠ ১৬ – ইকারুস

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    গ্রিক পুরাণের ট্র্যাজিক নায়ক ইকারুস দুই সাংবাদিককেই মুগ্ধ করেছে৷ শ্রোতাবন্ধুরা কি জানেন ইকারুস কে ছিলেন? পাউলা আর ফিলিপ গল্পটি বলছে৷ একটি ছোট ছেলেকে ইকারুসের পোশাকে দেখে পাউলা আর ফিলিপের মাথায় একটা আইডিয়া এল৷ ওরা ঠিক করল গ্রিক পুরাণের কাহিনি নিয়ে একটি শ্রুতিনাটক করবে৷ গল্পটি এক তরুণকে নিয়ে, যে তার বাবা ডেডেলাস-এর কথায় কর্ণপাত করে না এবং শেষ পর্যন্ত উড়তে গিয়ে পড়ে যায়৷ সূর্যের কাছাকাছি যাওয়ার প্রলোভন সে কিছুতেই সামলাতে পারে না৷ বাবা মোম দিয়ে তার ডানা গড়িয়ে দিয়েছিল৷ কিন্তু সূর্যের এত কাছে চলে যায় ইকারুস যে তার ডানার মোম গলতে শুরু করে৷ ডেডেলাস তার পুত্রকে বলেছিল, "খুব বেশি উঁচুতে উড়ো না, খুব বেশি নিচুতে উড়ো না৷" আজকের অনুষ্ঠানে আমরা অনুজ্ঞা নিয়ে আলোচনা করব৷অনুরোধ, দাবি, সতর্ক করে দেওয়া অথবা নির্দেশ বোঝাতে অনুজ্ঞা ব্যবহার করা হয়৷ বাবার কথা শুনলে ইকারুস হয়ত ডানা ভেঙে পড়ে যেত না৷

    পাঠ ১৫ – কার্নিভালের পোশাক

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    সাংবাদিক পাউলা আর ফিলিপ রাস্তা থেকে আর একবার রিপোর্ট করছে৷ তারা নানা ধরণের পোশাক আবিষ্কার করে এবং সেই সঙ্গে জার্মানির নানা উপভাষার সঙ্গে পরিচিত হয়৷ অফিসে ফিরে পাউলা আইহানের ওপর প্রতিশোধ নেয়৷ এবং আশ্চর্যের বিষয় এই যে সে প্রতিশোধ নিল কার্নিভালেরই একটা রীতি অনুযায়ী৷ কার্নিভালের উৎসবের হৈচৈ-এর মধ্যে রাস্তা থেকেই পাউলা আর ফিলিপ, কার্নিভালের অভিনব পোশাক যা তারা দেখছে, সে সম্পর্কেই রিপোর্ট করছে৷ তারা মোৎসার্ট-এর অপেরা "দ্য ম্যাজিক ফ্লুট"-এর চরিত্র পাপাগেনো আর গ্রিক পুরাণের বীর চরিত্র ইকারুস-কে দেখে৷ কার্নিভালে ফিলিপ আর পাউলা জার্মানির নানা অঞ্চলের লোকের সঙ্গে পরিচিত হয়৷ এবং সেই সঙ্গে নানা উপভাষার সঙ্গেও৷ আজ এই উপভাষা নিয়েই আমরা একটু বিশদভাবে আলোচনা করব৷

    পাঠ ১৪ – ব্ল্যাক ফরেস্টে ডাইনিরা

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    নানা ঝামেলা সত্ত্বেও ফিলিপ নিরাপদে ব্ল্যাক ফরেস্ট থেকে রিপোর্ট করতে পারছে৷ একই সঙ্গে কার্নিভালের উচ্ছ্বাসে সে নিজেকে ভাসিয়ে দিয়েছে৷ অন্যদিকে কার্নিভালের রীতিনীতিগুলো নিয়ে তার সহকর্মী পাউলার সমস্যা হচ্ছে৷ ফিলিপ কার্নিভালের পরিবেশ উপভোগ করছে৷ কিন্তু পাউলার কাছে এটা এক ধরণের বিশৃঙ্খল অবস্থা৷ সে যে শুধু ফিলিপকেই খুঁজছে তা নয়, ফিলিপের চুরি যাওয়া গাড়িটাও তাকে খুঁজে বার করতে হবে৷ লোকজন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে ৷ ফলে গাড়ি খোঁজার কাজটা তার জন্য আরও কঠিন হয়ে পড়ছে৷ এমনকি আইহানও বেচারা পাউলার সঙ্গে একটা বাজে রসিকতা করছে৷ কার্নিভালের পোশাকের মত ক্রিয়াপদ sein-এর ব্যবহারও বিচিত্র৷ আজকের অনুষ্ঠানে ক্রিয়াপদ-এর নানা পূরক-এর দিকে দৃষ্টি আকর্ষণ করা হবে৷

    পাঠ ১৩ – কার্নিভাল সোমবার

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    রেডিও ডি-র অফিসে প্রত্যেকেই যে কার্নিভাল নিয়ে উচ্ছ্বসিত এমন নয়৷ কম্পিউ-র দায়িত্ব হল দুই সাংবাদিককে ব্ল্যাক ফরেস্টে নিয়ে যাওয়া৷ সেখানে খুব ঘটা করে কার্নিভাল পালন করা হয়৷ জার্মানির কিছু কিছু এলাকায় বেশ জাঁকজমক করে কার্নিভাল উৎসব পালিত হয়৷ রেডিও ডি-র অফিসে কার্নিভালের এক পার্টিতে মতপার্থক্য দেখা দেয়৷ পাউলা ফিলিপ-এর প্রবল উৎসাহের সামিল হতে পারে না৷ ওর ডাইনির পোশাক পাউলার কাছে হাস্যকর মনে হয়৷ কার্নিভাল সম্পর্কে রিপোর্ট করার জন্য ওদের ব্ল্যাক ফরেস্ট পাঠানো হয়৷ ফিলিপ খুব খুশি৷ কিন্তু সেখানে কার্নিভআলের উন্মাদনায় ডাইনির পোশাকে লোকেরা গাড়ি চুরি করে৷ দুই সাংবাদিক এ নিয়ে রেডিওর জন্য সরাসরি রিপোর্ট করার চেষ্টা করে৷ কিন্তু প্রথমে সফল হয় না তারা৷ ডাইনিরা গাড়ি থেকে ফিলিপকে টেনে বের করে অপহরণ করে৷ জার্মান ভাষায় বাক্যে পদের ক্রম অবশ্য কার্নিভালের মত অত বিশৃঙ্খল নয়৷ আজকের অনুষ্ঠানে বাক্যে উদ্দেশ্য আর বিধেয় সম্পর্কে আলোকপাত করা হবে৷

    পঠ ১২ – শ্রোতাদের চিঠি

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    কোন কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নেয়াই সবচেয়ে ভাল৷ রেডিও ডি-র শ্রোতারা আগের অনুষ্ঠানগুলো সম্পর্কে যেসব প্রশ্ন করেছেন অধ্যাপক তার জবাব দেবেন৷ শ্রোতারা প্রশ্ন করছেন আর অধ্যাপক জবাব দিচ্ছেন প্রতিটি প্রশ্নের গভীরে গিয়ে৷ শ্রোতাদের জন্য এটা বিষয়বস্তু ও ভাষার জ্ঞান আরো শক্ত করার একটা ভাল সুযোগ৷ অথবা যা জানতে চান সে সম্পর্কে প্রশ্ন করারও এটা একটা ভাল সুযোগ৷ শ্রোতাদের প্রশ্নগুলো শুনুন: কোন্ সম্বোধন কোন্ পরিস্থিতির জন্য প্রযোজ্য? কখন du আর কখন Sie বলা হয়? কি করে আমি নিজের পরিচয় দেব? কখন নাম আর কখন পদবী ব্যবহার করতে হয়? প্রকারাত্মক অব্যয় "denn", "doch" এবং "eigentlich" -এর অর্থ কি? "nicht" আর "nichts" -এর মধ্যে তফাৎ কি?

    radio d verdeutlichung der deutschen grammatik
    পাঠ ১১ – যে পেঁচা কথা বলে

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    অয়লালিয়া নামটা কোথা থেকে এসেছে? কম্পিউ, আইহান আর জোসেফিনে মানে খুঁজে বের করার চেষ্টা করে নানা রকম উত্তর পেয়েছে৷ একজন স্প্যানিশ সহকর্মী, যে অফিসে পেঁচার উপস্থিতির কথা জানতে পেরেছে, সাহায্য করতে এগিয়ে আসে৷ পেঁচা জানতে চায় অয়লালিয়া নামের অর্থ কি? রেডিও ডি-র কর্মীরা অর্থ খুঁজে বের করার চেষ্টা করছে৷ তারা জানতে পারে যে, কথাটা এসেছে গ্রিক ভাষা থেকে৷ স্প্যানিশ বিভাগের কর্মী কার্লস এ সম্পর্কে কৌতূহলোদ্দীপক এক তথ্য জানায়৷ এই একই নামের এক সন্তের কথাও নাকি সে শুনেছে৷ রেডিও ডি-র সম্পাদনা বিভাগে আরও অনেক প্রশ্ন উঠেছে যেগুলোর কোন উত্তর পাওয়া যায়নি৷ আজকের কাহিনীতে আমরা প্রশ্নসূচক বাক্য শুনব – প্রশ্নসূচক সর্বনাম দিয়ে বা সেগুলো ছাড়া৷ প্রশ্ন বাক্যের স্বরভেদ বিশেষ গুরুত্বপূর্ণ৷

    পাঠ ১০ – রাজা লুডভিগ-এর সঙ্গে সাক্ষাৎকার

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    মিউজিক্যাল-এ রাজা লুডভিগ-এর ভূমিকায় যিনি অভিনয় করছেন ফিলিপ তাঁর সঙ্গে দেখা করে৷ এবং তাঁর একটি সাক্ষাৎকার নিতে চায়৷ হঠাৎ তাঁর কন্ঠস্বর ফিলিপ-এর খুব চেনা মনে হয়৷ ঐ সময় রেডিও ডি-র অফিসে এসে উপস্থিত হয় অপ্রত্যাশিত এক অতিথি৷ নয়শোয়ানস্টাই দুর্গে পাউলার সাহায্য ছাড়াই ফিলিপ একটা প্রশ্নের সমাধান করে ফেলে৷ প্রশ্নটা হল - কে সেই ব্যক্তি যিনি নিজেকে রাজা লুডভিগ হিসেবে পরিচয় দিয়েছেন? আসলে তিনি হচ্ছেন রাজা লুডভিগ মিউজিক্যালের নামভূমিকার অভিনেতা৷ ফিলিপ এই সুযোগে ভদ্রলোকের একটি সাক্ষাৎকার নেয়৷ রেডিও ডি-র অফিসে ফিরে এসে সে এক অদ্ভুত অতিথিকে দেখে খুব অবাক হয়৷ একটা পেঁচা যে আবার কথা বলতে পারে৷ আজকের কাহিনীতে ফিলিপ-এর অবাক হওয়ার অনেক কিছু আছে৷ আপনারা শুনবেন, দুটি কথা সে বহুবার বলছে: "Das glaube ich nicht" (আমি বিশ্বাস করিনা) এবং "Das weiß ich nicht" (আমি জানিনা)৷ নঞর্থক nicht আপনারা আরও ভাল করে শিখতে পারবেন৷

    পাঠ ০৯ – লুডভিগ-এর জন্য সংগীত

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    অপরিচিত ব্যক্তির রহস্য উন্মোচনে ফিলিপও একটা সূত্র খুঁজে পেয়েছে৷ খবরের কাগজে সে রাজা লুডভিগ-কে নিয়ে তৈরি একটা মিউজিক্যাল-এর বিজ্ঞাপন দেখেছে৷ নয়শোয়ানস্টাইন যাওয়ার পথে ফিলিপ সারা বিশ্ব থেকে আসা পর্যটকদের সাক্ষাৎকার নেয়৷ পাউলা যখন বার্লিনের অফিসে বসে, ফিলিপ তখন মিউনিখে ঘুরছে৷ পাউলা কী আবিষ্কার করেছে, ফিলিপ সে সম্পর্কে কিছুই জানেনা৷ তবে রহস্য উন্মোচনের পথে ফিলিপও ঠিক পথেই এগিয়ে যাচ্ছে৷ পত্রিকায় রাজা লুডভিগ-কে নিয়ে একটা মিউজিক্যাল-এর বিজ্ঞাপন দেখে সে কৌতূহলী হয়ে ওঠে৷ বাসে যাওয়ার পথে সে ট্যুরিস্টদের এই মিউজিক্যাল সম্পর্কে তাদের প্রত্যাশা কি সে বিষয়ে প্রশ্ন করে৷ আজকের কাহিনীতে আপনারা শুনে বোঝার ক্ষমতাটা অভ্যাস করতে পারেন৷ বাসের ভিতরে বলা বিভিন্ন ভাষা থেকে জার্মান ভাষাটা চিনে নেয়ার চেষ্টা করুন৷ ক্রিয়াপদের পরে নঞর্থক nichts শব্দটির ব্যবহারও এই পর্বে বুঝিয়ে দেওয়া হবে৷

    পাঠ ০৮ – এক অপরিচিত ব্যক্তির পরিচয় উন্মোচন

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    পাউলা আর ফিলিপ নয়শোয়ানস্টাইন দুর্গে সেই ব্যক্তিকে প্রশ্ন করছে যিনি কিনা নিজেকে রাজা লুডভিগ বলে দাবি করছেন৷ পাউলা আকস্মিকভাবে একটা জিনিস আবিষ্কার করে৷ এই রহস্যজনক ব্যক্তি কে হতে পারেন তা থেকে একটা যোগসূত্র পাওয়া যায়৷ দুই রিপোর্টার রাজা লুডভিগ বলে দাবিদার সেই ভদ্রলোককে একটা লাইভ ইন্টারভিউ-এর ব্যাপারে রাজি করায়৷ যদিও তাঁর আসল পরিচয় রহস্যই থেকে যাচ্ছে৷ অফিসে ফিরে আসার পর টেলিভিশনে একটা বিজ্ঞাপনী স্পট দেখে পাউলার মনে হল রহস্যটা এবার উন্মোচন করা যাবে৷ বিজ্ঞাপনের কন্ঠস্বর তার খুব পরিচিত মনে হয়৷ বিশেষ ভাল লাগার কথা ভাষায় প্রকাশ করা যায়না যদি না বলা হয় কি বা কাকে ভাল লাগে৷ "lieben" ক্রিয়াপদটির একটি কর্ম প্রয়োজন৷ এই পর্বে আপনারা জার্মান কর্মকারক সম্পর্কে জানতে পারবেন৷

    পাঠ ০৭ – রূপকথার রাজা লুডভিগ

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    পাউলা আর ফিলিপ বেতার নাটিকায় শ্রোতাদের সঙ্গে রাজা লুডভিগ-এর পরিচয় করিয়ে দিচ্ছে৷ রাতের বেলা স্লেজগাড়ি চড়া, উদ্দাম পার্টি আর অদ্ভুত সব উদ্ভাবন; এই সবের মাধ্যমে শ্রোতারা লুডভিগ ও তাঁর সময় সম্পর্কে একটা ধারণা করতে পারবেন৷ দুই সাংবাদিক শ্রোতাদের ঊনবিংশ শতকে নিয়ে যাচ্ছে৷শ্রোতারা কল্পনাপ্রবণ রাজা দ্বিতীয় লুডভিগ-এর সঙ্গে পরিচিত হবেন৷ তাঁর প্রকৃতিপ্রেম, সংগীতকার রিশার্ড ভাগনারের সংগীতের প্রতি তাঁর ভালবাসা এবং তাঁর কাজিন অস্ট্রিয়ার কিংবদন্তিতুল্য সম্রাজ্ঞী এলিজাবেথ তথা সিসি-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক – সবই আপনারা জানতে পারবেন৷ পাউলা আর ফিলিপ প্রাচীন এক টেবিল দেখে আশ্চর্য হয়ে যায়, যেটেবিলখানা তৈরি করিয়েছিলেন রাজা লুডভিগ নিজে৷ লুডভিগ যা যা ভালবাসতেন সেগুলোকে ঘিরেই আজকের কাহিনী৷ এই সুযোগে আমরা "lieben" – ভালবাসা – এই ক্রিয়াপদটির ব্যবহার শিখব৷ "kommen" - আসা - ক্রিয়াপদটিরও একই "বিভক্তি"৷ এই ক্রিয়ার প্রয়োগও শুনবেন আপনারা৷

    পাঠ ০৬ – রাজা লুডভিগ মারা যান কীভাবে?

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    নয়শোয়ানস্টাইন দুর্গে পাউলা আর ফিলিপের সঙ্গে এক রহস্যজনক ব্যক্তির দেখা হয়৷ তার পরনে রাজা লুডভিগ-এর ওভারকোট৷ পাউলা আর ফিলিপ রাজা লুডভিগ-এর রহস্যজনক মৃত্যু নিয়ে অনুসন্ধান চালায়৷ রাজকীয় ওভারকোট পরা এক ভদ্রলোক পাউলা আর ফিলিপকে বিশ্বাস করাতে চান যে, তিনিই হলেন মৃত রাজা৷ কিন্তু রাজা লুডভিগ আদতে কীভাবে মারা যান? দুই সাংবাদিক – পাউলা আর ফিলিপ – একটি বেতার নাটকের মাধ্যমে স্টার্নব্যার্গ হ্রদের ধারে রাজা লুডভিগ-এর মৃত্যু নিয়ে প্রচলিত নানা তত্ত্ব তুলে ধরে৷ তিনি কি খুন হয়েছিলেন, নাকি আত্মহত্যা করেছিলেন? এই অপরিচিত, রহস্যময় ভদ্রলোকের সঙ্গে কথাবার্তার মাধ্যমে পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের কিভাবে সম্বোধন করতে হয় সেটা আমরা জানতে পারব৷ আপনি – Sie এবং তুমি – du -এর প্রয়োগ আপনাদের বুঝিয়ে বলা হবে৷ তাছাড়া শুনবেন sein ক্রিয়ার ধাতুরূপ৷

    পাঠ ০৫ – রাজা লুডভিগ এখনও জীবিত

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    রেডিও ডি’তে পাউলা আর আইহান তাদের নতুন সহকর্মীকে স্বাগত জানাচ্ছে৷ ঠিক এই সময়েই কাজের দায়িত্ব এসে পড়ে৷ খবর এল, বাভারিয়ার প্রয়াত রাজা লুডভিগ নাকি এখনও জীবিত৷ বাভারিয়ায় গিয়ে সাংবাদিকদের এ ব্যাপারে অনুসন্ধান চালাতে হবে৷ ফিলিপের সঙ্গে তার নতুন সহকর্মী পাউলা আর আইহান-এর আলাপ হয়৷ পরিচয় হয় তার একটু ছিটগ্রস্তা জোসেফিনের সঙ্গেও৷ জোসেফিনে অফিস গোছগাছের কাজ করে৷ অফিসে এসে ফিলিপের নি:শ্বাস ফেলারও সময় হয়না৷ ফিলিপ আর পাউলার জন্য প্রথম কাজটা রাখা আছে৷ জনশ্রুতি যে, বাভারিয়ার কিংবদন্তিতুল্য রাজা দ্বিতীয় লুডভিগ নাকি এখনও জীবিত৷ ১৮৮৬ সালে রহস্যজনকভাবে তিনি মারা যান৷ বাভারিয়ার নয়শোয়ানস্টাইন দুর্গে পাউলা আর ফিলিপকে এ ব্যাপারে অনুসন্ধানের কাজে যেতে হয়৷ সেখানে এক অদ্ভুত লোকের সঙ্গে তাদের আলাপ হয়৷ রহস্যজনক ঘটনা থেকে অনেক প্রশ্নই উঠে আসে৷ আজকের কাহিনি থেকে আমরা প্রশ্নসূচক শব্দ আর উত্তরসূচক বাক্যগুলো খুঁটিয়ে দেখার সুযোগ পাব৷

    পাঠ ০৪ – নতুন সহকর্মীর জন্য অপেক্ষা

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    রেডিও ডি’র সম্পাদনা বিভাগ ফিলিপ-এর জন্য অপেক্ষা করছে৷ ওর ভবিষ্যৎ সহকর্মী পাউলা আর আইহান এটা ওটা করে সময় কাটাচ্ছে৷ তবে ফিলিপ-এর আসার কোন চিহ্ন নেই৷ টেলিফোনেও যোগাযোগ করা যাচ্ছেনা৷ খারাপ আবহাওয়ার জন্য ফিলিপ-এর অনেক দেরি হল আসতে৷ পাউলাকে টেলিফোন করে সেকথা জানানোর চেষ্টা করে সে৷ কিন্তু যোগাযোগে ব্যর্থ হয়৷ পাউলা ও তার সহকর্মী আইহান অপেক্ষা করে করে শেষ পর্যন্ত অফিস থেকে চলে যায়৷ ফিলিপের মা অফিস ফোন করার পর বিভ্রান্তিটা যেন আরো বাড়ল৷ ফিলিপ দেরি হওয়ার জন্য দু:খ প্রকাশ করছে৷ শ্রোতাবন্ধুরা, এই পর্বে আপনারা দু:খ প্রকাশ করার নানা উপায় সম্পর্কে জানতে পারবেন৷

    পাঠ ০৩ – বার্লিন যাত্রা

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    ফিলিপ বার্লিন যাচ্ছে৷ কিন্তু আবহাওয়া অনুকূল না হওয়ায় যাত্রা সহজ হচ্ছেনা৷ এই ফাঁকে রেডিও ডি-র কয়েকজন কর্মী তাদের পরিচয় দিচ্ছে৷ ফিলিপ গাড়ি চালিয়ে মিউনিখ বিমানবন্দরে যাচ্ছে৷সেখান থেকে ও বার্লিনের প্লেন ধরবে৷ আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছিল যে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ ফলে বিমান বন্দরে পৌঁছতে যতটা সময় লাগার কথা তার চেয়ে বেশি সময় লাগল৷ এই পর্বে রেডিও ডি’র কর্মীরা, ফিলিপ ও তার মা বেশ ভাল করে নিজেদের পরিচয় দেবেন৷ পরিচয় দেয়ার বিভিন্ন ধরন থেকে বোঝা যাবে বন্ধুত্বপূর্ণভাবেঅথবা আনুষ্ঠানিকভাবে সম্ভাষণ জানানোর রীতিটাকীরকম৷

    পাঠ ০২ – রেডিও ডি থেকে ফোন

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    ফিলিপের মনে এখনও শান্তি নেই৷ বিরক্তিকর পোকামাকড়ের পর এবার প্রতিবেশীদের বাড়ি থেকে আসা নানা আওয়াজে সে ততোধিক বিরক্ত৷ এমন সময় বার্লিন থেকে অপ্রত্যাশিত এক ফোন কল পেয়ে সে তড়িঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রেডিও ডি’র পথে৷ ফিলিপ গ্রামে যে-নিরিবিলি পরিবেশ আশা করেছিল, তা সত্যিই তার ভাগ্যে নেই৷ করাত দিয়ে কিছু কাটার তীব্র আওয়াজ আর এক আনাড়ি ট্রাম্পেট বাদক তার ধৈর্যচ্যুতি ঘটায়৷ ঠিক সেই সময় পাউলা’র ফোন আসে৷ পাউলা বার্লিনে রেডিও ডি’তে কাজ করে৷ ফিলিপ সঙ্গে সঙ্গে বার্লিনের পথে রওয়ানা হয়৷ ওর মা অবশ্য খুবই হতাশ হন৷ এখানেও অল্প কয়েকটি শব্দের সাহায্যেই বোঝা যাবে কী ঘটছে৷ বিশেষ করে বিদেশি শব্দাবলী এবং কন্ঠের স্বরভেদ ঘটনাগুলোকে সাজাতে এবং শুনে বোঝার ক্ষমতা তৈরি করতে সাহায্য করে৷

    পাঠ ০১ – গ্রামে যাত্রা

    Play Episode Listen Later Oct 21, 2009 15:00


    ফিলিপ নামের এক তরুণ গাড়ি চালিয়ে গ্রামে যাচ্ছে৷ মা হানে‘র কাছে থেকে বিশ্রাম করতে চায় সে৷ কিন্তু খুব শিগগির সহজ সরল গ্রামীণ ছবির পাশাপাশি সে গ্রামের নেতিবাচক দিকগুলোর সঙ্গেও পরিচিত হয়৷ ‘নির্মল প্রকৃতি, কি সুন্দর’, গ্রামে মায়ের বাড়িতে এসেই বলে ওঠে ফিলিপ৷ ওখানে একটু বিশ্রাম করতে চায় সে৷ লক্ষ করে গরু আর বিড়াল ছাড়াও গ্রামে অন্যান্য জীবজন্তু আছে বইকি৷ বাগানে বসে নিশ্চিন্তে এক কাপ কফি খাওয়ায় বাধা পড়ে তার৷ এসেছিল শান্তিতে দিন কাটাবে বলে৷ কিন্তু বিরক্তিকর কিছু পোকামাকড় সে-শান্তি কেড়ে নেয়৷ যন্ত্রণাকর এক অভিজ্ঞতা হয় বেচারা ফিলিপ-এর৷ জার্মান শব্দভান্ডার যদি কারো সীমিত হয়, তাহলেও দৃশ্যগুলো বোঝা সম্ভব হবে৷ ফিলিপ কোথায় আছে তা আশপাশের আওয়াজ থেকে বোঝা যাবে৷ এই পর্বে আপনারা শিখবেন কীভাবে সম্ভাষণ জানাতে হয় আর কীভাবে বিদায় নিতে হয়৷

    Claim Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel